ক্যাপ্টেন আসে, ক্যাপ্টেন যায়। টেস্ট অধিনায়কত্বের তিক্ত অভিজ্ঞতা নিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। কেউ ব্যর্থতার চাপে নিজে থেকে সরে দাঁড়িয়েছেন, কাউকে সরিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। অভিমান থেকেও দায়িত্ব ছাড়ার নজির আছে। অধিনায়কত্বের মিউজিক্যাল চেয়ার থেকে সবশেষ সরে দাঁড়াতে হলো নাজমুল শান্তকে।
গেল বছরের শুরুতে তিন ফরম্যাটে ক্যাপ্টেন হয়েছিলেন নাজমুল শান্ত। বছর ঘুরতে নিজে থেকে ছেড়ে দেন টি টোয়েন্টি নেতৃত্ব, ওয়ানডেতে সরিয়ে দেয়ার পর অভিমানে ছাড়লেন টেস্টের দায়িত্ব। এক ক্যাপ্টেন থেকে তিন ক্যাপ্টেন থিউরিতে যেতেও বেশি সময় লাগেনি ক্রিকেট বোর্ডের।
অধিনায়কের মিউজিক্যাল চেয়ার থেকে বাদ পড়াদের তালিকায় নাজমুল প্রথম নন। কখনও বাজে পারফরম্যান্সের চাপে নিজে থেকে সরে দাড়ানো, কখনও বরখাস্ত।
অভিষেক টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে দিয়ে শুরু। ৯ টেস্টে জয়শূণ্য থাকার পর তাকে বরখাস্ত করেছিল ক্রিকেট বোর্ড। ২০০৩ বিশ্বকাপ ব্যর্থতা ও বিতর্কসঙ্গী করে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল খালেদ মাসুদ পাইলটকে। ১২ টেস্টে নেতৃত্ব দিয়ে দেশকে উপহার দিতে পারেননি একটা জয়ও। ৯ ম্যাচের পর সরিয়ে দেয়া হয় খালেদ মাহমুদ সুজনকেও।
হাবিবুল বাশার টিকেছিলেন ১৮ ম্যাচ। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর টেস্ট নেতৃত্ব কেড়ে নিয়েছিল বিসিবি। মোহাম্মদ আশরাফুলও একই পথের পথিক। ব্যাট হাতে ভালো করতে না পারার চাপে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন।
সাকিব আল হাসানের দু’দফা তিক্ত অভিজ্ঞতা। ইনজুরিতে শেষ হয়ে যাওয়া মাশরাফির এক ম্যাচের টেস্টে ক্যাপ্টেন্সির পর দায়িত্ব নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৬ ম্যাচ পর তাকে সরিয়ে দিয়েছিল লোটাস কামালের ক্রিকেট বোর্ড। ২০১৮ সালে দ্বিতীয়বার টেস্ট অধিনায়ক হন। আইসিসি নিষেধাজ্ঞার তিক্ত অভিজ্ঞতায় এবার ১৪ ম্যাচের বেশি দীর্ঘ হয়নি।
ম্যাচ সংখ্যা ও সাফল্য বিবেচনায় এগিয়ে মুশফিকুর রহিম। তার অধীনে ৩৪ ম্যাচের ৭টাতে জিতেছে বাংলাদেশ দল। তিনিও সমালোচনার মুখে দায়িত্ব ছেড়েছিলেন। ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে নিজে পারফর্ম করতে না পারার ব্যর্থতায় সরে দাঁড়িয়েছিলেন মুমিনুল হক।
মাহমুদউল্লাহর ৬ ম্যাচের অভিজজ্ঞতাও সুখকর ছিল না। নিয়মিত ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দু’ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মেহেদী মিরাজ। ওয়ানডের মত টেস্টেও তিনিই হতে পারেন নতুন অধিনায়ক। মিরাজ পারবেন তো এই বৃত্ত ভাঙ্গতে?
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।