ঢাকাSaturday , 28 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত, প্রতিক্রিয়ায় যা বললেন বিসিবি সভাপতি

BDKL DESK
June 28, 2025 3:15 pm
Link Copied!

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তির রজতজয়ন্তী উদযাপনে রংপুরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রংপুর ক্রিকেট গার্ডেনের সকালটা ছিল উৎসবমুখর,সাবেক-বর্তমান তারকাদের উপস্থিতিতে স্মরণীয় হয়ে উঠেছিল দিনটি। কিন্তু সেই আনন্দময় আয়োজনেই অপ্রত্যাশিত দুইটি ধাক্কা হজম করতে হলো বোর্ড সভাপতিকে।
প্রথম ধাক্কা, বাংলাদেশের টেস্ট দল ইনিংস ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কার কাছে। যদিও মাঠের পারফরম্যান্স বিবেচনায় ফলটা ছিল অনুমিত। তবে দ্বিতীয় ধাক্কা এসেছে পুরোপুরি অনাকাঙ্ক্ষিতভাবে। ম্যাচশেষে হঠাৎ করেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত।

এই খবরে রংপুরের মঞ্চে থাকা বোর্ড সভাপতিও খানিকটা হতবাক। অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে উঠতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। শান্তর সিদ্ধান্ত নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,‘জেনে নিই।’ এরপর আর কোনো মন্তব্য না করে গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রজতজয়ন্তীর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজেদুল ইসলাম ও নাসির হোসেন। ছিলেন নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা এবং সোবহানা মোস্তারিও। এর আগে দুদিন আগে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তবে এখন তিনি ওয়ানডে দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কায়। এক গণমাধ্যমে শান্তর পদত্যাগ প্রসঙ্গে খুদে বার্তায় নাজমুল আবেদীন ফাহিম জানান,‘সরি, এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না।’

এর আগে, আজ (শনিবার) কলম্বোতে টেস্ট পরাজয়ের পর সংবাদ সম্মেলন এসে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে শান্ত বলেন,‘আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দলের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি। ড্রেসিংরুমে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলছি, এক দলে তিন অধিনায়ক থাকা সমস্যার সৃষ্টি করতে পারে। আমি মনে করি, এই সরে দাঁড়ানো দলের জন্য ইতিবাচক হবে। বোর্ড যদি তিন অধিনায়ক রাখতেও চায়, এটা তাদের সিদ্ধান্ত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।