ঢাকাMonday , 18 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টেনিসের ডেভিস কাপে বাহরাইনে ৫ খেলোয়াড়

Sahab Uddin
November 18, 2024 9:09 pm
Link Copied!

টেনিসে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ। সেই ডেভিস কাপে বাংলাদেশ দল বাছাই নিয়ে অনেক ঘটনার জন্ম হয়েছে। প্রথমে দ্বিতীয় বাছাই হানিফ মুন্না বাদ পড়েছে। এরপর মুন্নার প্রতিবাদ, গণমাধ্যম ও জাতীয় ক্রীড়া পরিষদের চাপে দলে নেয় ফেডারেশন। বাহরাইনে ডেভিস কাপে ফেডারেশনের কর্মকর্তা খালেদ আহমেদের ক্যাপ্টেন হিসেবে যাওয়ার কথা ছিল। ডেভিস কাপে অংশ নিতে আজ বাহরাইনগামী দলে রয়েছেন পাঁচ খেলোয়াড়। বাদ পড়েছেন কর্মকর্তা খালেদ আহমেদ।

দ্বিতীয় বাছাই হয়েও হানিফ মুন্না বাদ পড়ায় অনেক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে ফেডারেশন দলে নিলেও জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি তদন্ত করে। শীর্ষ কয়েকজন খেলোয়াড়, ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাছাই কমিটির আহ্বায়ক খালেদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা। সেই তদন্তে দল চূড়ান্তের ক্ষেত্রে ত্রুুটি খুজে পাওয়া যায় বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। জাতীয় ক্রীড়া পরিষদের পর্যবেক্ষণ আবার সম্প্রতি আগের কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন। সব মিলিয়েই সাবেক তারকা খেলোয়াড় ও সদ্য বিদায়ী কর্মকর্তা খালেদ আহমেদের বাহরাইন যাত্রা বাতিল হয়। টেনিসের বিভিন্ন সূত্রের খবর, সাধারণ সম্পাদকের আজ্ঞা পালন করতে যেয়েই ফেসে গেছেন খালেদ।

১৮-২৪ নভেম্বর ইছা টাউনে বাহরাইনে অনুষ্ঠেয় ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল আজ বাহরাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করবে।

১৯ নভেম্বর ২০২৪ ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে, ক্যাপ্টেনস মিটিং এ অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে খেলার মাধ্যমে দুটি দলকে গ্রুপ-৪ এ উন্নীত হবে এবং দল দুটি ২০২৫ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া অঞ্চল গ্রুপ-৪ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাহরাইনগামী বাংলাদেশ দলে রয়েছেন জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব, ঢাকা), মো: হানিফ মুন্না (জাতীয় টেনিস কমপ্লেক্স), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব, ঢাকা), মো: দ্বীন ইসলাম (ইন্টারন্যশনাল ক্লাব, ঢাকা) ক্যাপ্টেন : মো: আলমগীর হোসেন (জাতীয় টেনিস কমপ্লেক্স)। আলমগীর এই কন্টিনজেন্টের সিনিয়র খেলোয়াড়। কয়েক বার ডেভিস কাপ খেলার অভিজ্ঞতা থাকায় এবার অধিনায়ক করা হয়েছে। তিনি বাছাইয়ে পঞ্চম স্থানে ছিলেন। ডেভিস কাপে খেলোয়াড় ও নন খেলোয়াড় যে কেউ ক্যাপ্টেন্সি করতে পারেন।

গত বৃহস্পিতবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। টেনিসে ফেডারেশনে বিগত কমিটির কেউই নেই। নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইসতিয়াক আহমেদ কারেন। আজ টেনিস দলের বাহরাইন যাত্রার বিজ্ঞপ্তি নতুন সাধারণ সম্পাদকের নামই প্রেরণ করেছে ফেডারেশন। যদিও এখনো নতুন কমিটি বিগত কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।