ভারতের বিপক্ষে তাদেরই মাঠে ফাইনালে ৬ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড ছয়টি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অজিরা। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন দলটির ওপেনার ট্রাভিড হেড।
তিনি দলের বিপদে এক প্রান্তে দাঁড়িয়ে ১২০ বলে খেলেছেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। ১৫টি চারের সঙ্গে মেরেছেন চারটি ছক্কার শট। ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে মনে করিয়েছেন। ওই ইনিংস খেলা হেড ম্যাচ সেরা হয়েছেন তিনি।
এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন। এর আগে কোন ব্যাটার সাতশ’ রানের ঘরে ঢুকতে পারেননি। ব্যাট হাতে দুর্দান্ত ওই পারফরম্যান্স করায় টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি।
টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। তিনি ৭ ম্যাচ খেলে আসরের সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন। ২৩ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা ছিলেন ১১ ম্যাচ খেলা জাম্পা। তবে কোহলির অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরা হওয়া হলো না তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।