ঢাকাSaturday , 17 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টুর্নামেন্টজুড়ে ব্যর্থতা সিলেটের, দায়ভার দিলেন যাদের মিঠুন

BDKL DESK
February 17, 2024 10:17 pm
Link Copied!

চলমান বিপিএলে চরম হতাশাজনক পারফর্মম্যান্স করেছে সিলেট স্ট্রাইকার্স। গেলবারের রানার্স-আপ দলটির এবার হয়েছে ভরাডুবি। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে মোটে ৩ ম্যাচে জয়ের দেখা পেয়েছে সিলেট। সবশেষ আজ শনিবার তারা হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে। আর এই হারের মধ্যে দিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

১০ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। একইরকম ১০ পয়েন্টে আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুই দল আবার মুখোমুখি হবে ২০ তারিখ। সেই ম্যাচে কোন একদল জয়ী হলেই তারা চলে যাবে সিলেটের ধরাছোঁয়ার বাইরে। হিসেবের অঙ্কে টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় তাই নিশ্চিত।

বরিশালের বিপক্ষে হারের পর অধিনায়ক মিঠুনের কন্ঠে ছিল ব্যাটিং ব্যর্থতার হতাশা, ‘আমরা এই জিনিসটা নিয়ে পুরো টুর্নামেন্ট ধরেই কথা বলছি। আমরা বিভিন্ন অদল বদল করেও চেষ্টা করে দেখেছি। তারপরও দেখেন প্রথম ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেই পাওয়ার প্লেতে আমরা বিপর্যয়ে পড়েছি ব্যাটিং ইউনিট হিসেবে।’

মিঠুন অবশ্য টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার দায়ভার ব্যাটারদের দিলেন, ‘টি-টোয়েন্টিতে সবাই চায় পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে। সেই জায়গাতেই আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমাদের নেতিবাচক ফলাফল হয়েছে এর পুরো দায়ভার আমাদের ব্যাটারদের নিতে হবে। বোলাররা পুরো টুর্নামেন্টে কিন্তু খারাপ করেনি। আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের।’

বরিশালের দেওয়া ১৮৪ রান করতে কোনো আক্রমণাত্বক প্লান ছিল না মিঠুনদের, ‘আমাদের কোনো পরিকল্পনা ছিল না অতি আক্রমণাত্মক খেলতে হবে। চট্টগ্রাম ছাড়া বাকি যে উইকেটগুলো ছিল খুব বেশি ব্যাটিং বান্ধব ছিল না। আমরা চেয়েছি যত কম উইকেট হারানো যায়। ৬ ওভারে যদি ৩৫-৪০ রানও হয় তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এটা ব্যাটারদের দায়িত্ব কীভাবে নিজেকে ম্যানেজ করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।