ঢাকাTuesday , 26 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত

Sahab Uddin
December 26, 2023 5:26 pm
Link Copied!

চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন টাইগার পেসার এবাদত হোসেন। এরপর সে ইনজুরির কারণে মিস করেছেন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এরপর জানা যায়, আসন্ন বিপিএলেও খেলতে পারবেন না এবাদত। বিসিবি এবার জানিয়েছেন, আগস্টের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। ফলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বছরের আগস্ট মাসের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সী এই পেসারের।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে। আগস্ট পর্যন্ত ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এবাদতের খেলা হচ্ছে না তা নিশ্চিত হয়েছে।

এসিএল ইনজুরির কারণে মূলত ৫-৬ মাস অ্যাথলেটদের মাঠের বাইরের থাকতে হয়। যে কারণে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি এবাদত। সেই সময় লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। বিশ্বকাপের সময় দেখা গেছে মিরপুরে হাঁটাচলা করতেও।

এবাদতের চোটের পরিস্থিতি বুঝতে আবারও ইংল্যান্ডে পাঠানো হয় তাকে। সেখান থেকে ফিরে সমর্থকদের সুখবর জানাতে পারেননি তিনি। আজ নান্নু জানিয়েছেন, আগামী বছরের আগষ্টের আগে মাঠে ফেরা হচ্ছে না এবাদতের।

নান্নু বলেন, ‘ইবাদত মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগষ্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়ত ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’

বিশ্বকাপ থেকেই চোট নিয়ে ঘুরছেন তাসকিন আহমেদ। চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড সফরেও যাননি তাসকিন। তবে ধারণা করা হচ্ছে, বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফিরবেন তাসকিন। কিন্তু তাসকিন ফিরলেও টাইগার সমর্থকদের ভালো সংবাদ দিতে পারলেন না এবাদত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।