অ্যান্টিগায় এবারের আসরে সুপার এইটের দুই নম্বর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নাজমুল হোসেন শান্ত। আর তাতে শুরুতে ব্যাটিংয়ে ঝড় তুলে রোহিত-বিরাটের জুটি। তবে জুটি ভাঙতে ভুল করেননি সাকিব আল হাসান। ৩ ওভার ৩ বলে দলীয় ৩৯ রানে বিদায় নেয় রোহিত শর্মা। এর মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব।
ওয়ানডে বিশ্বকাপে প্রথম ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন ওয়াসিম আকরাম। টি-বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের চেয়ে ১১ উইকেট কম নিয়ে দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার শিকার ৩৪ ইনিংসে ৩৯ উইকেট। তিনে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৩১ ইনিংসে ৩৮ উইকেট।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিবের ১৪৯ উইকেট। আর একটি উইকেট পেলে নিউজিল্যান্ডের টিম সাউদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে ছুঁবেন সাকিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।