টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দেশের হয়ে তো বটেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও চোখধাঁধানো পারফর্ম করছেন এই বাঁহাতি পেসার। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজরকাড়া বোলিং করেছেন মুস্তাফিজ। মুস্তাফিজকে ছদ্মবেশী বোলার আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম।
এক ইউটিউব চ্যানেলে চারজন পেসার নিয়ে আলোচনা করেছেন ওয়াসিম আকরাম। তারা হলেন ভারতের আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। সেখানে মুস্তাফিজের বোলিং বিশ্লেষণ করেছেন এই কিংবদন্তী।
ওয়াসিমের মতে মুস্তাফিজের কাটার এত কার্যকরী হয় তার অনুশীলনের জন্য। বোলিং বিশ্লেষণ করে মুস্তাফিজকে ছদ্মবেশী বোলার আখ্যা দিয়েছেন ওয়াসিম। জানেন, দ্যা ফিজের চোট ও টেস্টে অনাগ্রহের কথাও।
ওয়াসিম আকরাম বলেন, ” (কাটার এত কার্যকরী হওয়ার কারণ ) অনুশীলন ও ছদ্মবেশী। বল করার আগে তার অ্যাকশন পরিবর্তন হয় না, আঙুল খোলে না, চাইলে খুলে করতে পারে। এসব কারণেই সে ধারাবাহিক। তার চোট সমস্যা আছে, তার টেস্টে আগ্রহ নেই।”
টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে খুব ভালো বোলার আখ্যায়িত ওয়াসিম আকরাম। তার নজর এড়ায়নি মুস্তাফিজের ইনসুইং শেখাও।
“যেহেতু আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের কথা বলছি সেখানে সে খুব ভালো। বিশেষ করে তার কাটার, এখন সে ইনসুইং শিখে গেছে। নতুন বলে সেটা অল্প নজরেই পড়ে। তার আগে সে অনেক অনুমেয় হয়ে গিয়েছিল এটা শিখেছে।”
টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই ভালো করে আসছেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার-কাটার যেন দুর্বোধ্য ব্যাটারদের জন্য। টাইগারদের হয়ে ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২১.৩৩ গড়ে ৭.৪১ ইকোনমিতে ১২৮ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এই বাঁহাতি পেসার।
প্রত্যেক খেলোয়াড়কেই দশের মধ্যে রেটিং দিয়েছেন ওয়াসিম। মুস্তাফিজকে দশের মধ্যে সাত দিয়েছেন এই কিংবদন্তী তারকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।