টি-শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন নাঈম শেখ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এই স্কোয়াডেও নেই সৌম্য সরকার।
নাঈম শেখ ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছিলেন। চলতি ওয়ানডে সিরিজের দলেও তিনি আছেন। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও জায়গা হয়নি।
সর্বশেষ সিরিজে খেলা তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই। চোট কাটিয়ে দলে এসেছেন দুই পেস তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আগামী ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি–টোয়েন্টি। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ এবং ১৬ জুলাই। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।