ঢাকাFriday , 29 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার, বল করলেন দলের ১১ ক্রিকেটার সবাই

Sahab Uddin
November 29, 2024 9:57 pm
Link Copied!

ফুটবলে যেমন গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড আলাদা তেমনি ক্রিকেটেও বোলার ব্যাটসম্যান আলাদা। কেউ বলের দায়িত্বে থাকেন তো কেউ ব্যাটিংয়ের। কেউ কেউ আবার অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পান। উইকেটরক্ষক ব্যাটার হিসেবেও থাকেন একজন।
কিন্তু একই দলের ১১ জনের সবাই বলার, এমনটা কি সম্ভব? বড়জোড় সংখ্যাটা চার পাঁচ কিংবা অথচা আরও দুইজন বেড়ে সাত হতে পারে। ৯ জনের বোলিংয়েরও নজির আছে। তাই বলে ১১ জন বোলার। হ্যাঁ উইকেটকিপারসহ দলের ১১ জনই বল করেছেন! টি–টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন এমন ঘটনাই ঘটল ভারতে।

শুক্রবার (২৯ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তারপর দলের সবাইকে নিয়ে বোলিংয়ের পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ হাতছাড়া করলেন না দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। নিজেই করলেন ২ ওভার। একটি উইকেটও পেয়েছেন অবশ্য।

একইসঙ্গে ২ ওভার করে বল করলেন আয়ুষ সিং, অখিল চৌধুরী। ৩ ওভার হাত ঘোরান হর্ষ ত্যাগী, দিগ্বেষ ও মায়াঙ্ক রাওয়াত। এদের মধ্যে প্রথম দুজন ২টি করে উইকেট শিকার করেন। ১ ওভার করে বল করলেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল।

বাদ গেলেন না উইকেটকিপার অনুজ রাওয়াতও। তিনিও ১ ওভার বল করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মণিপুর ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। দিল্লি ১৮.৩ ওভারে চার উইকেট হাতে নিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে দলের এগারোজনের বল করা বিরল ঘটনা হলেও টেস্ট ক্রিকেটে এই ঘটনা নতুন কিছু নয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকাও একই কাণ্ড ঘটিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।