ঢাকাWednesday , 3 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

টিম বাস কারো জন্য অপেক্ষা করে না, তাসকিন প্রসঙ্গে সাকিব

BDKL DESK
July 3, 2024 1:25 am
Link Copied!

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় সপ্তাহখানেক। তবে এর মধ্যে হুট করেই শোরগোল। তাসকিন আহমেদ ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাসে মাঠে যেতে পারেননি, এমন প্রতিবেদন আসে গণমাধ্যমে। দাবি করা হয়, এজন্য নাকি তাসকিনকে ওই ম্যাচে একাদশেও রাখা হয়নি।
এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন বিশ্বকাপের সময় তাসকিনের সঙ্গেই থাকা সাকিব আল হাসানও। শুরুতে তার কাছে প্রশ্ন ছিল, দলের কথা বাইরে আসা নিয়ে।
এ নিয়ে সাকিব বলেন, ‘আমি জানি না এটা কী জন্য হয়েছে। হয়তো কোন ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না জানি না। কী কারণে তাসকিন খেলে নাই কারণ সে দলের সহ-অধিনায়ক বলতে গেলে অটোমেটিক চয়েজ। যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এখন ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কি না যেই বলেছে সেটা তো আমি বলতে পারব না। ’
ওই দিনের ঘটনা জানিয়ে পরে সাকিব বলেন, ‘আসলে যেটা হয়েছিল দলের বাস তো একটা সময়ে ছাড়ে। ক্রিকেটের আমরা যারা খেলোয়াড় আছি তাদের একটা রুলস স্বাভাবিকভাবে বাস কখনও অপেক্ষা করে না। যদি কেউ কখনও এমন মিস করে পরে গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে। ’
‘ওয়েস্ট ইন্ডিজ যেহেতু কঠিন জায়গায়, ওখানে ট্রান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন থাকে। যখন তাসকিন পৌঁছেছিল মাঠে তখন প্রায় টস হওয়ার হয়তো ৫-১০ মিনিট আগে। খুবই কাছাকাছি সময়ে। খুব স্বাভাবিকভাবে ওই সময়টাই কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য নেওয়া। ’
‘কোন অবস্থাতে থাকে ওই রকম পরিস্থিতিতে একটা খেলোয়াড়। তার জন্য একটু কঠিন। স্বাভাবিকভাবে তাসকিন অ্যাপোলোজাইজ করেছে টিমের কাছে। টিমের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে…। আনইন্টেনশাল ভুল হতেই পারে । সো ও এটা স্বীকার করেছে। ওখানেই শেষ হয়ে গেছে। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।