টানা ৭ খেলায় হারের পর অবশেষে অষ্টম রাউন্ডে এসে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ নিলো সিটি ক্লাব। আজ শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২০ রানরে জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে মিরপুরের পল্লবীর এই ক্লাবটি।
দুই ব্যাটার সাজ্জাদুল (৭০) ও মনিরুল সোহেল (৫৩) ব্যাট হাতে দলকে ২৫১ রানের লড়াকু পুঁজি গড়ে দিলেও পেসার ইরফান হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জয়ের দেখা পায় সিটি ক্লাব। ইরফান ৪৭ রানে ৫ উইকেট দখল করলে ব্রাদার্স ২৩১ রানে অলআউট হয়। সমান ৮ খেলায় সিটি ক্লাবের প্রথম জয়ের বিপরীতে ব্রাদার্সের এটা পঞ্চম হার।
সংক্ষিপ্ত স্কোর
সিটি ক্লাব: ৫০ ওভারে ২৫১/৯ (হাসান ৪১, কোমল ১৫, সাজ্জাদুল ৭০, মনিরুল ইসলাম সোহেল ৫৩, রাফসান মাহমুদ ১০, মইনুল ২২; আবু জায়েদ রাহি ৪/২৪, মাহমুদুল হাসান ২/৪২, নিলয় ১/২৬, রহমতউল্লাহ ১/৩৯)।
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৩১/৮ (রহমতউল্লাহ ৬০ , ইমতিয়াজ ২৫, মাহমুদুল হাসান ১৫, রাতুল ৪৫, আব্দুল মজিদ ১৩, রাহাতুল ফেরদৌস জাভেদ ৩০, নিলয় ১১, মনির ১৮ অপরাজিত; ইরফান হোসেন ৫/৪৭)।
ফল: সিটি ক্লাব ২০ রানে জয়ী।
ম্যাচসেরা: ইরফান হোসেন (সিটি ক্লাব)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।