হারের বৃত্ত থেকে যেনো কোনোভাবেই বের হতে পারছে না মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্ব শেষে ঘরের মাঠেও পরাজয়ই সঙ্গী হচ্ছে তাদের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেটকে পঞ্চম হারের স্বাদ দিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের বরিশাল। মাশরাফির দলকে ৪৯ রানে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
বরিশালের দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারমুখী শুরু করেছিল সিলেট। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এদিনও ব্যর্থ ছিলেন। শামসুর রহমান শুভর ব্যাট থেকে আসে ২৩ বলে ২৫ রানের ইনিংস।
আগেভাবে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ২ করেন মাশরাফি। সিলেটকে জয়ের কিছুটা আশা দেখিয়েছিল জাকির হাসান আর বেনি হাওয়েলের জুটি। ১৪তম ওভারে ৩ উইকেটেই ১১০ রান ছিল তাদের। সেখান থেকে টানা তিন ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
৪ বাউন্ডারি, ২ ছক্কায় ৩৪ বলে ৪৬ রান করেন জাকির। হাওয়েল ১৯ বলে করেন ২৪। তারা দুজন আউট হওয়ার পর সিলেট আর দাঁড়াতে পারেনি। ১৭.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয় মাশরাফির দল।
এর আগে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ চার, ২ ছক্কায় ২৪ বলে ৫১ রান করেন তিনি। শেহজাদ-রিয়াদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।