শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব আল হাসান। দিল্লিতে ৬ নভেম্বরের ওই ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে।
এমসিসি জানিয়েছে, ম্যাথুসকে টাইমড আউট করার বিষয়টি সঠিক। তবে সংস্থাটি এও জানিয়েছে, ম্যাথুসের ব্যাটিং উপকরণে যেহেতু সমস্যা ধরা পড়েছিল মাঠে থাকা আম্পায়ারকে বিষয়টি জানালে টাইমড আউটের বিষয়টি বিলম্বে ধরা হতো।
এমসিসি বলেছে, ‘আম্পায়ারকে দুই মিনিটের মধ্যে তার ব্যাটিং উপকরণে সমস্যার কথা জানালে এবং তা আম্পায়ারের কাছে ন্যায়সঙ্গত মনে হলে বিলম্বের বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারতেন (যেমন- ব্যাট ভেঙে যাওয়া)। সেক্ষেত্রে টাইমড আউট হওয়ার ঝুঁকি এড়ানো যেত। মাঠে থাকা দুই আম্পায়ার বিলম্ব হওয়ার বিষয়টি নির্ধারণ করেছেন। আপিল করার আগে বিষয়টি তিনি জানানওনি।’
ম্যাথুস টাইমড আউট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টি কলঙ্কজনক বলে মন্তব্য করেন। তিনি এও দাবি করেন যে, দুই মিনিট পার হতে ৫ সেকেন্ড বাকি ছিল। তখন তিনি হেলমেটে ক্রটি দেখতে পান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।