প্রথমবার কোপা খেলতে এসে দারুণ চমক দেখায় কানাডা। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভাঙে তাদের। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডা মুখোমুখি হয়েছিল উরুগুয়ের, যেখানে দুই দলই ২-২ গোলে শেষ করেছে ম্যাচটি।
ম্যাচের শুরুতে উরুগুয়ে এগিয়ে গেলেও নির্ধারিত সময়ে আবার এগিয়ে যায় কানাডা। তবে যোগ করা সময়ে ঠিকই সমতায় ফিরে ম্যাচটি। প্রায় হারতে বসা এই ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ভাগ্য পরীক্ষার সেই লড়াইয়ে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করলেও উরুগুয়ে সবগুলো শটই জালে জড়িয়েছে।
এর মধ্যে শেষ শটটি নিয়েছেন সুয়ারেজই। আর কানাডার বিপক্ষে উরুগুয়ে জিতেছে ৪-৩ গোলে। এ জয়ে তৃতীয় হয়েই কোপা আমেরিকা অভিযান শেষ করলো মার্সেলো বিয়েলসার দল। সেই সঙ্গে তাদের ১৬তম শিরোপা জয়ের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল।
রোববার (১৪ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুটা ভালোই ছিল উরুগুয়ের। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা। শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফিরতে মরিয়া ছিল কানাডা। ম্যাচের ২২তম মিনিটে ইসমাইল কোনের অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কানাডা।
১-১ গোলে প্রথমার্ধ শেষে ম্যাচের তৃতীয় গোল আসে ৮০ মিনিটের মাথায়। এই সময় জোনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে। কিন্তু শেষ মুহূর্তে সুয়ারেজের গোলে ভেঙে যায় সেই স্বপ্ন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।