ঢাকাMonday , 27 March 2023
  1. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. এশিয়া কাপ
  7. এশিয়ান গেমস
  8. এসএ গেমস
  9. কমন ওয়েলথ গেমস
  10. কাবাডি
  11. কুস্তি
  12. ক্রিকেট
  13. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  14. টেনিস
  15. টেবিল টেনিস

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

parag arman
March 27, 2023 9:00 am
Link Copied!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার চড়াও হন আয়ারল্যান্ডের বোলারদের উপর। প্রথম পাওয়ার প্লেতে তারা ৮১ রান তুলে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাকিব আল হাসানের দলকে।

২৩ বলে ৩ ওভার বাউন্ডারি আর ৪ বাউন্ডারিতে ৪৭ রানে লিটন দাস, ক্রেইগ ইয়ংয়ের বলে প্যাভিলিয়নে ফিরলেও রনি তালুকদার ঠিকই তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি ২৪ বলে ফিফটি করেন। তবে ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ১৪ রান করে ট্রাক্টরের শিকার হন। ১০ ওভার ২ বলে দলের সংগ্রহ তখন ২ উইকেটে ১১৮ রান।

এর আগে, ওয়ানডে সিরিজে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। তবে ওই সিরিজটি ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের শুরুতেই অধিনায়ক পরিবর্তন করলো আইরিশরা। অ্যান্ডি বালবির্নির পরিবর্তে টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হলো পল স্টার্লিংকে। আজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে প্রথম ম্যাচে টস করতে নামেন স্টার্লিংই।

টসের কয়েন নিক্ষেপে জয় পেলেন আয়ারল্যান্ড অধিনায়ক। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। আয়ারল্যান্ড সফরে আসার আগ মুহূর্তেই ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।