টি-টোয়েন্টিতে ন্যুনতম তিন ম্যাচের সিরিজে এ নিয়ে দ্বিতীয়বার একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার দেখা গেছে এমন ঘটনা। সেবার দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ হারায় সিরিজ নিজেদের করতে পারেনি তারা।
অন্তত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেটার খেলানোর ঘটনা জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচে খেলেছিলেন ১৮ জন।
ফিরলেন হাসারাঙ্গা, লঙ্কান একাদশে তিন পরিবর্তন
নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া শেষ ম্যাচটিতে সুযোগ পেয়েছেন ধানাঞ্জয়া ডি সিলভা ও নুয়ান থুসারা।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছন আভিশকা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে নেই মাথিশা পাথিরানা।
শ্রীলঙ্কা একাদশ: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক) চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ধানাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।
শেষ ম্যাচেও বাংলাদেশের অপরিবর্তিত একাদশ
সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে একই এগারজন নিয়ে খেলছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।