বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালের এই লড়াই মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
লিগ পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে থাকলেও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে ৬ উইকেটে হেরেছিলো সাকিব-সোহানরা। অপরদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছিলো তামিমের দল।
রংপুর একাদশ: সাকিব আল হাসান, রনি তালুকদার, শামীম হোসেন, শেখ মেহেদি, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজল হক ফারুকী।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, জেমস ফুলার, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।