ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। টস জয় মানেই ম্যাচ জয় অর্ধেক কমপ্লিট। সে জায়গায় জয়টা হলো রোহিত শর্মারই।
পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন রোহিত। টস জিতেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক এবং ব্যাট করতে পাঠালেন পাকিস্তানকে।
ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। এই ম্যাচের আগে ৭বার মুখোমুখি হয়ে সব ক’টিতেই হেরেছে তারা। আজ কী ৭-১ হবে নাকি ৮-০ হবে? জানার জন্য চোখ রাখতে হবে ম্যাচে। তবে তার আগে, টস জিতে ম্যাচ জয়ের কাজ অনেকটাই এগিয়ে রাখলো ভারতীয়রা।
টস জিতে কেন বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন? সে প্রশ্নের জবাব দিলেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘সন্ধ্যার পর কুয়াশা পড়তে পারে। এ বিষয়টা বড় একটি ফ্যাক্টর। এ কারণে আমরা চাই রান তাড়া করতে।’
পাকিস্তান অধিনায়ক বাবর আজমও জানালেন, টস জিতলে তারা ফিল্ডিংই নিতেন। তবে টানা দুটি জয় পেয়েছেন বলে ধারাবাহিকতাটা ধরে রাখতে চান তিনি।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।