নেতৃত্বের গুণটা নিগার সুলতানা জ্যোতির বাইরে থেকেও স্পষ্ট। জুনিয়রদের সঙ্গে তার মেশা, সতীর্থদের আগলে রাখার সঙ্গে কথাটাও বলেন বেশ ভালো।
তিনি অধিনায়ক হওয়ার পর থেকে দলকেও মনে হচ্ছে বেশ গোছানো।
শুধু মাঠের বাইরেই নয়, জ্যোতি মুন্সিয়ানা দেখাচ্ছেন পারফরম্যান্সেও। তার অধীনে এখন অবধি ১৭ ওয়ানডে খেলে চারটিতে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচে এসেছে ১৫ জয়। এর মধ্যে তার নেতৃত্বেই ঘরের মাঠে ভারতকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
এবার তাদের লড়াই পাকিস্তানের বিপক্ষে। দলটির বিপক্ষে সিরিজের আগে অধিনায়ক হিসেবে নিজেকে ‘ভাগ্যবান’ বলছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমিও মানছি হঠাৎ করে অধিনায়কত্ব পাওয়ার পর ভালো হচ্ছে। আগে যারা ছিল তাদের ক্রেডিটটাই বেশি। তারাই কিন্তু গুছিয়ে নিয়ে আসছিল। হয়তোবা তারা রেজাল্ট পান নাই, আমি পাচ্ছি। এই দিক থেকে আমি বলব ভাগ্যবান। ’
‘স্বাভাবিকভাবে ক্ষুধা থাকে… আগে যখন আমরা ক্রিকেট খেলতাম, এতো রেগুলার বেসিস খেলতাম না। যখনই আমরা নিজেদের এগিয়ে নিয়ে আসতাম, তখনই হয়তো আমরা কিছু সুযোগ পেতাম না ইন্টারন্যাশন্যাল ম্যাচ খেলার। কোয়ালিফাই করার পর থেকে ২০২১ এরপর থেকে বেশি খেলছি। যত বেশি খেলছি , তত বেশি অভিজ্ঞ হচ্ছি। ’
‘জেতার যে আনন্দ সেটা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলবো যে দলের উন্নতির জায়গা অনেক বেশি আছে। এখন পাকিস্তানের এই ওয়ানডে ম্যাচগুলো নিয়ে বেশি চিন্তা করছি। দল হিসেবে যদি ভালো খেলতে পারি, আমাদের ক্রিকেটের জন্য আরেকটা অর্জন হবে। ’
এখন অবধি পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ১২টি ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে সমান ছয়টি করে জয় ও পরাজয়। এবার বাংলাদেশ খেলতে নামবে এই সফরেই তাদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সুখস্মৃতি নিয়ে। কোন জায়গাটাতে এগিয়ে থাকবে বাংলাদেশ?
উত্তরে জ্যোতি বলেন, ‘এটা বলা মুশকিল। তারা কোন জায়গায় স্ট্রং আছে এটা আমি মেনশন করতে চাচ্ছি না। কারণ, সেটা আমার কাজও না। সেটা তারা বলতে পারবে ভালোভাবে। কিন্তু আমার কাছে মনে হয়, আমার দলের সব দিক থেকে…আমরা আগে বলতাম যে, ব্যাটিং লাইন আপে অনেক বেশি ল্যাকিংস বা একজন কেন কনসিসটেন্ট হতে পারছি না। ’
‘এই দিক থেকে বলব যে, সম্প্রতি এদিক থেকে ডিসেন্ট ফ্লোতে আছে। আমাদের একটা উন্নতির জায়গা ছিল ফিটনেস, কেউ যদি টি-টোয়েন্টি ফলো করে থাকেন দেখবেন যে মাঠে আমরা অনেক বেশি এনার্জেটিক। এই জিনিসটা স্কিলের দিক থেকে আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়েছে। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।