ঢাকাWednesday , 18 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জোরে বোলিংয়ের ফায়দা নিয়ে চায় বাংলাদেশ

BDKL DESK
June 18, 2025 9:10 pm
Link Copied!

বৃষ্টির পরে বল হাতে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে লঙ্কানরা। বৃষ্টির পরের ৬১ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে শেষ বেলার ২৬ রানে পড়েছে ৫ উইকেট। লঙ্কান পেসার মিলান রত্নায়েকে দারুণ সুইং করিয়ে তিন উইকেট নিয়েছেন।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, তাদের পেসারদের সুইং করাতে পারা, নিয়ন্ত্রিত বোলিং করা থেকে শেখার আছে বাংলাদেশের। টাইগারদের একাদশে আছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। লঙ্কানদের তুলনায় তারা দু’জনই জোরে বোলিং করতে পারেন।

বাংলাদেশ কোচের মতে, নিয়ন্ত্রণ রেখে তারা জোরে বোলিং করতে পারলে ফায়দা নেওয়ার সুযোগ আছে। সঙ্গে গলের উইকেট তৃতীয়-চতুর্থ দিন থেকে স্পিন সহায়ক হয়ে যাওয়ায় ভালো করার সুযোগ আছে স্পিনার তাইজুল ও নাঈম হাসানের।

সালাউদ্দিন বলেন, ‘পজিটিভ দিকটা ওদের বোলিং থেকেই নিতে চাই। তারা যেভাবে বলটা মেইনটেইন করেছে এবং সুইং করিয়েছে আগের পাঁচ সেশনে সেটা পারেনি। তাদের থেকে এটা আমাদের জন্য শেখার বিষয়। এখানে স্পিনারদের ভালো করার সুযোগ আছে। সঙ্গে যেহেতু আমাদের জোরে (পেসার) বোলার আছে, তারা বোলিংটা মেইনটেইন করতে পারলে এখান থেকে আমরা ফায়দা নিতে পারবো।’

সালাউদ্দিন জানিয়েছেন, নতুন বলে পেসাররা রিভার্স সুইং আদায় করতে পারলে ম্যাচ ঘুরে যেতে পারে। সঙ্গে উইকেট এখনো ব্যাটিং সহায়ক সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘উইকেট এখনো অনেক ব্যাটিং ফ্রেন্ডলি। ফিল্ডারদের অনেক পরিশ্রম করতে হবে। তারা অনেক ভালো বোলিং করেছে, প্লান অনুযায়ী বোলিং করেছে। যে কারণে ব্যাটারদের রান পেতে কষ্ট হয়েছে, সহজ রান হয়নি। আমাদেরও হার্ড ওয়ার্ক করতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।