ঢাকাTuesday , 10 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জোড়া শতকে পাকিস্তানকে পাহাড় সমান লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

Sahab Uddin
October 10, 2023 8:16 pm
Link Copied!

পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপকে তুলোধুনো করে জোড়া শতকে বড় স্কোর তুলে নিয়েছে শ্রীলঙ্কা। হায়দরাবাদে বিশ্বকাপের অষ্টম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডি-সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

মঙ্গলবারদিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। হাসান আলীর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কুশল পেরেরা। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে এই বিপদ সামাল দেন মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ১০২ রানের জুটি গড়েন এই দুজন। ৫১ রান করা নিশাঙ্কাকে ফেরান শাদাব খান।

এরপর পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে ছেলে খেলায় মাতেন মেন্ডিস। ৬৫ বলে শতরান স্পর্শ করে বিশ্বকাপে শ্রীলঙ্কান হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন এই ব্যাটার।

এর আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল কুমার সাঙ্গাকারার দখলে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ষষ্ঠ স্থানে আছে মেন্ডিসের আজকের এই শতক।

৭৭ বলে ১২২ রান করে হাসান আলীর বলে আউট হয়ে ফেরেন মেন্ডিস। ১৪টি চার এবং ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সেঞ্চুরির পর হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা।

৮৯ বলে তার ব্যাট থেকে আসে ১০৮ রানে অববদ্য ইনিংস। শেষ দিকে ধনঞ্জয়া সিলভার ২৫ রানের পর ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ১০ ওভারে ৭১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হাসান আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।