নারী আম্পায়ার বলে নয়, সাথিরা জাকির জেসির অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল মোহামেডান ও প্রাইম ব্যাংক। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান এমনটা দাবি করেছেন। তিনি জানান, আপত্তি জানানো তো দূরের কথা, জেসিকে বরং অভিনন্দন জানিয়েছিল ক্রিকেটাররা। তবে সেদিন এই নারী আম্পায়ারকে নিয়ে কিছুই ঘটেনি বলে দাবি করছে দুই ক্লাব। এ ব্যাপারে কিছু জানেন না ম্যাচ রেফারি রকিবুল হাসানও।
বৃহস্পতিবার মিরপুরে সুপার লিগে মুখোমুখি হয়েছিল মোহামেডান-প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আম্পায়ারিং করেন সাথিরা জাকির জেসি। সে ম্যাচে মুশফিকের আউট নিয়ে একটা বিতর্ক হলেও খেলা শেষ হয় ভালোভাবে। পরেরদিন দুই ক্লাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। যদিও তা শুধুই মৌখিক, কোনো প্রমাণ নেই তার কাছে।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, আমরা প্রথমবার মহিলা আম্পায়ার প্রিমিয়ার লিগে দিলাম। তারা অভিযোগ করেছিল যে তারা খেলবে না। পরে তারা এটা মেনে নেয়। আমি যেটা শুনেছি, ফাইন্ড আউট করেছি সেটা যদি হয়েও থাকে, এটা কিন্তু আসলেই বৈষম্যতা।
এ নিয়ে সংবাদ প্রচার হতেই শুরু হয় তোলপাড়। ক্রিকেটারদের প্রতি আক্রমণ ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নারীর প্রতি মুশফিক, মাহমুদউল্লাহদের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলা হয়। অথচ, ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো অভিযোগই তোলেননি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। পুরো ব্যাপারটা আরও একবার পরিষ্কার করার চেষ্টা তার। এবার দাবি করলেন, নারী আম্পায়ার বলে নয়, অনভিজ্ঞতা নিয়ে আপত্তি তুলেছিল দুই ক্লাব।
তবে আম্পায়ার্স কমিটির অভিযোগ অস্বীকার করছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। তাদের দাবি, সেদিন আম্পায়ার জেসিকে নিয়ে কোনো ইস্যুই ছিল না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।