ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস ওকস জুলাই মাসে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরার পুরস্কার জিতেছেন। অপরদিকে মেয়েদের ক্রিকেটে গত মাসের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। টানা দুই মাসে সেরা হওয়ার অনন্য কীর্তি গড়েন অস্ট্রেলিয়া নারী দলের এ অলরাউন্ডার।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি গতকাল মঙ্গলবার জুলাইয়ের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে। সেরার লড়াইয়ে ওকস পেছনে ফেলেছেন সতীর্থ ব্যাটসম্যান জ্যাক ক্রলি ও নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডে লেডেকে। আর গার্ডনার টপকে গেছেন সতীর্থ অলরাউন্ডার এলিস পেরি ও ইংলিশ অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্টকে।
মূলত অ্যাশেজে দারুণ পারফর্ম্যান্স করার সুবাদেই এই পুরস্কার জিতেছেন ইংলিশ অলরাউন্ডার। অ্যাশেজে প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না ওকস। হেডিংলিতে তৃতীয় টেস্টে সুযোগ পেয়ে দলকে হারের হাত থেকে রক্ষা করেন এই অলরাউন্ডার। দুই ইনিংসে তিনটি করে মোট ৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এছাড়া টানা দুই মাসে মেয়েদের সেরা হলেন গার্ডনার। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এই কীর্তি নেই আর কারো। সব মিলিয়ে চারবার এই সম্মাননা পেলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।