ঢাকাThursday , 14 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিপিএলে বিশেষ জার্সি রংপুর রাইডার্সের

Sahab Uddin
November 14, 2024 9:53 pm
Link Copied!

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল। এদিকে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সব খানেই পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব সবকিছুতেই বদল আনছে।

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুই ফুটিয়ে তোলার আভাস মিলেছে। যার নমুনা দেখা গেলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ ও বিপিএলকে সামনে রেখে প্রথম দল হিসেবে অনুশীলন করেছে। এদিন অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করে বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। সেই জার্সি পরেই ক্রিকেটাররা অনুশীলন করেছেন।

জার্সিতে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফ্র্যাঞ্চাইটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে।’

মূলত নতুন বাংলাদশেকে ট্রিবিউট দিতেই রংপুরের এই আয়োজন, ‘যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্র্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’

তানিম আরও বলেন, ‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে। সবমিলিয়ে আমি মনে করি আমরা এই জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।