টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। সেখানে আজ শেষ ম্যাচ খেলতে নামবে। সিরিজ ইতোমধ্যে হেরে গেছে। ম্যাচটা লিটন দাসদের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। তবে চলমান সিরিজ শেষ হওয়ার আগেই নতুন সংবাদ, জুলাইয়ে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে আলোচনা।
‘আনচেলত্তিই পারবেন, ব্রাজিলিয়ান কোচদের দিনকাল ভালো নয়’‘আনচেলত্তিই পারবেন, ব্রাজিলিয়ান কোচদের দিনকাল ভালো নয়’
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৮ জুলাই ঢাকায় পা রাখবেন বাবর আজমরা। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা হচ্ছে। দুই বোর্ডের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা ও সম্প্রচার চুক্তির কাজ শেষ হলেই সিরিজের ঘোষণা আসবে।
শেষবার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০২২ সালে, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। এবার হোম ভেন্যুতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার চেয়ে ৩ ম্যাচ হারা মন্দ নয়৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার চেয়ে ৩ ম্যাচ হারা মন্দ নয়
সিরিজের চূড়ান্ত সময়সূচি, দল নির্বাচন, টিকিট ও ম্যাচ টাইমিং এসব বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করবে বিসিবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।