শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের প্রথম দিনে ট্র্যাকে গতির ঝলক দেখিয়েছেন চার জন। বালক-বালিকা বিভাগে শিপন মিয়া ও মিম আক্তার এবং কিশোর-কিশোরী বিভাগে দেলোয়ার হোসেন ও সুমাইয়া আক্তার দ্রুততম মানব ও মানবী হয়েছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১০০মিটার (কিশোরী) ইভেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সুমাইয়া সময় নেন ১২ দশমিক ৪৯ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল একই সংস্থার সোনিয়া আক্তারের (১২ দশমিক ৬৬ সেকেন্ড), রেকর্ডটি তিনি গড়েছিলেন ২০১৯ সালে।
১৫০০ মিটারে (কিশোর) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার শাওন। ৪ মিনিট ১৪ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ২০১৮ সালে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার বিজয় মল্লিকের (৪ মিনিট ১৯ দশমিক ২০ সেকেন্ড) রেকর্ড।
শটপুট (কিশোরী) ইভেন্টে বিকেএসপির শারমিন আক্তার ১২ দশমিক ১০ মিটার দূরত্ব অতিক্রম করে ভেঙেছেন ২০১৬ সালে একই সংস্থার তাহমিনা আক্তার লোপার গড়া ১০ দশমিক ৪২ মিটারের রেকর্ড।
বালক ১০০ মিটার ইভেন্টে শিপন ১১ দশমিক ৩৭ সেকেন্ড এবং বালিকা বিভাগে মিম ১২ দশমিক ৭০ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন।
১০০ মিটারে (কিশোর) বিকেএসপির দেলোয়ার ১১ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন।
উদ্বোধনী দিনে দুই কৃতি অ্যাথলেটকে সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোরে ৪০০ মিটার ইভেন্টে রূপা জয়ী জহির রায়হানকে দুই লাখ টাকার চেক এবং একই প্রতিযোগিতার হাইজাম্প ইভেন্টে বোঞ্জ জেতা মাহফুজুর রহমানের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।