জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার জাকির হাসান। গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। তবে এবারের আসরে স্কোয়াডে নেই জাকির। সবশেষ তিনি খেলেছেন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এবারের আসরে সিলেট ভালো করতে পারেনি। তবে নিজের দল ভালো না করলেও ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন জাকির। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিল তার নাম।
গতকাল শুক্রবার সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাকির। জাকিরের নববধূ অদ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জাকিরের বিয়েতে তার জাতীয় দলের সতীর্থরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন। তিনি লিখেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’
এদিকে বিয়ের পরই ক্রিকেট মাঠে জাকিরের ব্যস্ততা শুরু হতে চলেছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল শুরু হয়েছে আজ থেকে। এবারের আসরে তিনি খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএলের খেলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।