ঢাকাSaturday , 11 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিম্বাবুয়ের বিপক্ষে নতুন মাইলফলকের সামনে সাকিব

Sahab Uddin
May 11, 2024 9:50 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই তিনি যেন উড়তে থাকেন। এরই মধ্যে ক্রিকেটে ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে বাঁহাতি অলরাউন্ডার। অনন্য এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব।

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭, ২৪৭ ওয়ানডেতে ৩১৭ এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৪টি উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩২ ম্যাচে ৬৯৮ উইকেট আছে তার। এর মধ্যে ২৫ বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।

ফলে বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে ৭ শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ সাকিবের সামনে। অবশ্য কেবলমাত্র বাঁহাতি স্পিনারদের পরিসংখ্যান বিবেচনা করলে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পরই আছেন সাকিব। ৪৪২ ম্যাচে ভেট্টোরি ৭০৫ উইকেট নিয়েছেন।

এদিকে বাংলাদেশী অন্যান্য বোলারদের চেয়ে অনেক এগিয়ে সাকিব। মাশরাফি বিন মর্তুজা ৩৮৯ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মোস্তাফিজুর রহমান ৩০৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন। তাই অলৌকিক কিছু না ঘটলে নিশ্চিতভাবেই বলা যায়, খুব শীঘ্রই ভেট্টোরিকে টপকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন টাইগার অলরাউন্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।