বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে খেলে মালদ্বীপ থেকে আসার সময় মদ নিয়ে ধরা পড়েন পাঁচ ফুটবলার। বসুন্ধরা কিংস সেই ফুটবলারদের সাময়িকভাবে বহিষ্কার করে তদন্ত করে। কয়েক সপ্তাহ তদন্ত করে আজ সেই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছে বসুন্ধরা কিংস।
পাঁচ ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে অধিনায়কত্ব করা তৌহিদুল আলম সবুজ। তিনি চলতি মৌসুমের জন্য নিষিদ্ধ। এর পরের সাজা পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞায় থাকবেন।
গোলরক্ষক জিকোর চেয়ে তিন মাস কম সাজা ডিফেন্ডার তপু বর্মণের। চলতি বছর পর্যন্ত তপু নিষেধাজ্ঞায় থাকবেন। এর সঙ্গে তপুর গুণতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। অন্য দুই ফুটবলার শেখ মোরছালিন এবং রিমন হোসেনকে আর্থিক জরিমানা করা হয়েছে। মোরসালিনকে ১ লাখ এবং রিমন হোসেনকে ৩ লাখ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।