ঢাকাSunday , 13 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাহিদের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক ওয়াসি

BDKL DESK
April 13, 2025 10:34 pm
Link Copied!

হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন ওয়াসি সিদ্দিকি। তার গুগলি ডেলিভারি বুঝতেই পারেননি মাইশুকুর রহমান। ব্রাদার্স ইউনিয়ন অধিনায়কের প্যাডে বল লাগা মাত্রই জোরাল আবেদন করে গাজীর ক্রিকেটাররা। তাতে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। ফলে হ্যাটট্রিকের স্বাদও পাননি তরুণ লেগ স্পিনার। হ্যাটট্রিক না পেলেও পরে একে একে আরও চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিয়েছেন ওয়াসি। তরুণ এই স্পিনারের ঘূর্ণিতে বড় জয়ই পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
রোববার (১৩ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগের ১১তম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের আরেক ম্যাচে ৫ উইকেট করে নিয়েছেন দুই দলের দুই বাঁহাতি স্পিনার শহিদুল ইসলাম ও সানজামুল ইসলাম। তবে অলরাউন্ড নৈপুণ্যে পার্থক্য গড়ে দিয়েছেন আহরার আমিন। তাতে ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দিনের অন্য ম্যাচে প্রিমিয়ার লিগে ফেরা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে লড়াই করতেই পারেনি তারকায় ঠাসা লেজেন্ডস অব রূপগঞ্জ।

ওয়াসির ৬ উইকেট, ম্লান জাহিদের সেঞ্চুরি

রেলিগেশন লিগে পড়া থেকে বাঁচতে জয়ের বিকল্প ছিল না ব্রাদার্সের। কিন্তু গাজী গ্রুপের সঙ্গে পেরে ওঠেনি তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্সকে ৫১ রানে হারিয়েছে গাজী গ্রুপ। পুরো ৫০ ওভার খেলে ৩০১ রানে অলআউট হয় গাজী গ্রুপ। বড় লক্ষ্যে ৪১ বল বাকি থাকতে ২৫০ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে সুপার লিগের অভিযানে নামবে এনামুল হকের নেতৃত্বাধীন গাজী গ্রুপ। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল ব্রাদার্স।

গাজীর ইনিংসে ৯০ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন অভিজ্ঞ শামসুর রহমান। এ ছাড়া সালমান হোসেন ২৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন। ব্রাদার্সের পেসার সুমন খান ৬৪ রানে পেয়েছেন ৪ উইকেট। ৩০২ রানের লক্ষ্যে জাহিদউজ্জামানের ৯২ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১২২ রান করলেও দলের বড় হার এড়াতে পারেননি। মাহফিজুলের ব্যাট থেকে আসে ৫৫ রান। গাজীর লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি ৫২ রানে নিয়েছেন ৬ উইকেট। লিস্ট ‘এ’তে এটিই তার প্রথম পাঁচ উইকেট।

হেরেও সুপার লিগে রূপগঞ্জ

মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮৯ রানে হেরেও সুপার লিগে উঠে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১ ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে আছে অগ্রণী। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ৩০৬ রান তোলে অগ্রণী। লক্ষ্য তাড়ায় ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। ১০৪ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় জাতীয় দলের ওপেনার সাদমান।

সাদমানের ইনিংসের সঙ্গে ফিফটি পেয়েছেন ইমরানুজ্জামান (৬৭ বলে ৫০) ও অমিত হাসান (৬৬ বলে ৫৯)। শেষ দিকে অধিনায়ক মার্শাল আইয়ুব ৩৬ বলে ৪৮ ও শুভাগত হোম ১৩ বলে ২০ রান করেন। ৬ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার পেসার রেজাউর রহমান। রান তাড়ায় ৪০.১ ওভারে ৪৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। ৩৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদুল হাসান। ৪১ বলে ৩২ রান করেন সৌম্য সরকার এবং ২৯ বলে ২৯ রান করে আফিফ হোসেন ফিরে যান। আকবর আলী ৩৩ বলে ৩১ এবং সামিউন বশির ৩৫ বলে ২১ রান করেন।অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক পেয়েছেন ৪ উইকেট।

হেরে লিগ শেষ ধানমন্ডির

আগেই নিশ্চিত হয়েছিল সুপার লিগ কিংবা রেলিগেশন—কোনোটাই খেলা হচ্ছে না ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। প্রথম পর্ব শেষেই ছুটি পেয়ে যাওয়া ধানমন্ডির ক্লাবটি লিগ শেষ করল হার দিয়ে। অন্যদিকে ২ উইকেটের জয় পাওয়া পারটেক্স স্পোর্টিং পেয়েছে তৃতীয় জয়। রেলিগেশন লিগ খেলতে যাওয়া দলটি ব্রাদার্স ও শাইনপুকুরের চেয়ে এগিয়ে থেকে প্রথম পর্ব শেষ করল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ৪০ রানে ৬ উইকেট হারালেও ধানমন্ডি অলআউট হওয়ার আগে করতে পারে ২২৯ রান। সপ্তম উইকেটে ১৩৯ রান যোগ করার পথে ইয়াসির আলী ১০৬ বলে ৯০ ও মঈন খান ১০১ বলে ৮০ রান করেন। পারটেক্সের বাঁহাতি স্পিনার শহীদুল ইসলাম ৩১ রানে নেন ৫ উইকেট।

রান তাড়ায় পারটেক্স ৪৪ রানে হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এরপর সাব্বির রহমানকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি আহরার আমিনের। সাব্বির ৪৭ রানে আউট হলেও পারটেক্স অধিনায়ক আহরার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৮৫ রান নিয়ে। ধানমন্ডির বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন ৩২ রানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।