আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। আর এবারের বিশ্বকাপে এক তারকা বিশিষ্ট জার্সি পরে খেলবে মাহফুজুর রহমান রাব্বির দল।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। যার কারণে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক তারকা বিশিষ্ট জার্সি পরিধান করে খেলবে বাংলাদেশ দল।
আইসিসির আয়োজিত যেকোনো বিশ্বকাপ শিরোপা জিতলে তাদের লোগোর ওপরে তারা যুক্ত হয়। এটা যুব বিশ্বকাপ, নারী বিশ্বকাপ, টি-টোয়েন্টি সহ সকল বিশ্বকাপেই প্রযোজ্য। ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল টাইগার যুবারা। যার কারণেই এবারের বিশ্বকাপে এক তারকা বিশিষ্ট জার্সি পরে খেলবে আমিন-শিবলিরা।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল তাদের জার্সি পরে ফটোশুট করে থাকে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছিল বাংলাদেশ দলের ফটোশেসন। তখনই প্রকাশ পায় বাংলাদেশের লোগোর ওপর এক তারকা বিশিষ্ট জার্সিটি।
বিশ্বকাপ শুরুর বাকি তিন দিন। তবে বাংলাদেশের যুবারা তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।