আর মাত্র দুদিন পরই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আসর। চার-ছক্কার ধুন্ধুমার মারে বিনোদিত হবেন ক্রিকেটভক্তরা। প্রিয় দলের জয়ে হাসবেন তারা আর কাঁদবেন পরাজয়ে। সবচেয়ে সফল দল জিতবেন আকাক্সিক্ষত ট্রফি। বিশ্বকাপের সোনালী ট্রফিতে কতটুকু সোনা বা রূপা রয়েছে, তার ওজন এবং বাজামূল্যই বা কত- এই সকল বিষয় নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহের কমতি নেই।
১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হলেও, এখনকার মতো এই ট্রফি দেওয়া হতো না তখন। বর্তমান ট্রফিটি বানানো হয় ১৯৯৯ সালে। এর আগে প্রতিটি বিজয়ী দেশকে আলাদা আলাদা ডিজাইনের ট্রফি দেওয়া হতো। বিশ্বকাপকে মাথায় রেখে আইসিসি তৈরি করতে চাইছিল একটি ব্যতিক্রমধর্মী ট্রফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। বর্তমান এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। পরে অবশ্য ডিজাইনে সংযোজন ও বিয়োজন হয়েছে। ট্রফির উপরের দিকে বসানো রয়েছে একটি গ্লোব। একই সাথে এটি ক্রিকেট বল এবং পৃথিবীকে বোঝায়। সোনা ও রূপার মিশেলে তৈরি করা হয়েছে এটি। রূপার তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
বিশ্বকাপ ট্রফিটির মোট ওজন ১১ কেজি। উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে যে বলটি বসানো রয়েছে তার ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা ও রূপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রূপার তিনটি স্টাম্প বেল। আর নিচের দিকে রয়েছে আইসিসির লোগো। ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা।
এখনও পর্যন্ত মোট ১২টি বিশ্বকাপ হয়েছে। ৬টি হয়ছে বর্তমান ট্রফিতে। ট্রফির নিচের দিকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখার জায়গা রয়েছে। এখনও মোট ১১টি জায়গা খালি আছে নাম লেখার। তারপর পরিবর্তন করতে হবে বিশ্বকাপের এই ট্রফি। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় বিশ্বকাপের মূল ট্রফি। কিন্তু চিরতরে দেওয়া হয় রেপ্লিকা। আর মূল ট্রফি জমা থাকে দুবাইয়ে, আইসিসি কার্যালয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।