অপেক্ষার পালা শেষ। হামজা চৌধুরীর এখন শুধু মাঠে নামার অপেক্ষা। লাল-সবুজের জার্সিতে খেলতে আজই বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ড বংশোদ্ভূত এই তারকা ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের।
যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সেখানে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন ২৪ নম্বর জার্সি পরে। এর আগে লেস্টার সিটির হয়ে খেলেন ১৭ নম্বর জার্সিতে। বাংলাদেশের জার্সিতে তাকে কত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে? এরই মধ্যেই সেই কৌতূহল শুরু হয়েছে তার ভক্তদের মধ্যে।
সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। সেখানে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। এরপর ঘণ্টা দুয়েক সড়ক পথ পাড়ি দিয়ে হামজা হবিগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছান।
পরে সেখানে বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়েই গণমাধ্যমের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন হামজা। এর মধ্যে সাংবাদিকদের জানার চেষ্টা ছিল, তিনি কত নম্বর জার্সি পরতে আগ্রহী? জবাবে হামজা চৌধুরী জানিয়েছেন, তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান।
নিজের বাড়িতে এসে এত মানুষ দেখবেন, এত ভালোবাসা পাবেন; সেটা ভাবতে পেরেছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আমি বাবার কাছ থেকে শুনেছিলাম মানুষের এই আগ্রহের কথা। আমার খুবই ভালো লাগছে।’
এই ম্যাচের আগে ভারত কোচ ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ সুনীল ছেত্রিকে। তাকে নিয়ে হামজার কোনো পরিকল্পনা আছে কিনা? জানতে চাইলে হামজা বলেন, ‘আমি ভারতের কথা ভাবছি না। আমরা শুধু আমাদের দলের কথা ভাবছি।’
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কথা হয়েছে? হামজার জবাব, ‘জামালের সঙ্গে আমার কথা হয়নি। তবে অনেকবার কোচের সাথে কথা বলেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।