ঢাকাWednesday , 21 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাইশা

BDKL DESK
May 21, 2025 10:11 pm
Link Copied!

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার প্রথম দিনে নতুন রেকর্ড গড়েছেন মাইশা আক্তার মিম। বালিকা ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির মাইশা। ভেঙে দিয়েছেন ২০১২ সালে গড়া আনসারের নাজমা খাতুনের রেকর্ড।
হ্যান্ড টাইমিংয়ে ১০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ডটি গড়তে মাইশা সময় নিয়েছেন ১ মিনিট ৭ দশমিক ৫৪ সেকেন্ড। অন্যদিকে নাজমার রেকর্ডটি ছিল ১ মিনিট ৭ দশমিক ৬০ সেকেন্ডের। এদিন আরও দুটি ইভেন্টে সোনা জিতেছেন মাইশা, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে।

বুধবার (২১ মে) বিকেলে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি মিজানুর রহমান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।

প্রথম দিন মোট ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে ১৭টি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি। একটি করে স্বর্ণ জিতেছে শিলাইদাহ সুইমিং ক্লাব, বগুড়া সুইমিং ক্লাব, আলমগীর সুইমিং ক্লাব, ঝিনাইদহ সুইমিং ক্লাব, ডেফোডিল সুইমিং ক্লাব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া সুইমিং সেন্টার।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি সহ মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিয়েছে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্ল্যাটফর্ম ডাইভিং ) মোট ১০৩টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতাকে ৫টি গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) ভাগ করা হয়েছে।

উল্লেখ্য, বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদানের পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করা হচ্ছে। স্বর্ণ জিতলে দুই হাজার টাকা, রৌপ্য জিতলে এক হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ীদের ৫০০ টাকা পুরস্কার দেয়া হচ্ছে সাঁতারুদের। আর জাতীয় রেকর্ড গড়লে ৫ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন বিজয়ীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।