ঢাকাWednesday , 14 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় দল নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসির হোসেনের

BDKL DESK
May 14, 2025 10:22 pm
Link Copied!

আশার প্রদীপ নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আগমন হয়েছিল নাসির হোসেনের। ব্যাটিংয়ের পাশাপাশি খণ্ডকালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং—সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন তিনি। অনেকেই তাকে ফিনিসার তকমাও দিয়েছিলেন। কিন্তু মাঠের বাইরের নানা কাণ্ডে জড়িয়ে প্রায় ৭ বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
মঙ্গলবার (১৩ মে) রাতে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ক্রিকেটের সুযোগ, সুবিধা নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার। যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভারতে এক আইপিএল থেকেই প্রতি বছর ঝাঁকে ঝাঁকে ক্রিকেটার বেরিয়ে আসে। এমনকি আইপিএলে নতুন কোনো ক্রিকেটারের একাদশে সুযোগ পাওয়াটাও অনেক কঠিন ব্যাপার। অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হয় বলেই আন্তর্জাতিক ক্রিকেটে তারা পরিণত হয়ে আসেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর খেলার পরও বাংলাদেশি ক্রিকেটারদের শিক্ষাপর্ব চলতেই থাকে।

বাংলাদেশি ক্রিকেটারদের এমন বেহাল দশার কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে নাসির বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়, ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটিও নেই। সে অনুযায়ী বললে, বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, আমরা আরও ভালো করতে পারতাম। আশা করি, দল সবসময় ভালো খেলবে এবং দেশের সুনাম বয়ে আনবে।’

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেললেও পুরোপুরি ছন্দ হারাননি। ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান। রয়েছে ২ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। বোলিংয়ে নিয়েছেন ৩৯ উইকেট।

জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো তাড়া করে নাসিরকে। তিনি বলেন, ‘বাংলাদেশে সবই সম্ভব। আসল কথা হচ্ছে, যদি আপনার সুযোগ-সুবিধা থাকে, জাতীয় দলে অবশ্যই আবার খেলতে পারবেন। কারণ, ইনশাহআল্লাহ সামনের বার প্রিমিয়ার লিগ খেলবো, ডিপিএল খেলবো। জাতীয় দলে বললেই তো হবে না, পারফর্ম করে খেলতে হবে। চেষ্টা করবো পারফর্ম করে আসার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।