এ বছরের প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে নুরুল হাসান সোহান করেছেন ৫১২ রান। যেখানে ছিল দুটি শতরান ও দুটি অর্ধশতক। ব্যাটিং গড় ৫৮ এবং স্ট্রাইকরেট ৯৩.৫৪। এমন পরিসংখ্যানের পরও বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা হয়নি সোহানের। বাংলাদেশ দল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোহানকে দলে না নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন। তবে তাতে সন্তুষ্ট নন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার (২৩ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে সোহানকে দলে না দেখে অনেকেই অবাক হয়ে প্রধান নির্বাচককে প্রশ্ন করেছেন। যার উত্তরও দিয়েছেন লিপু।
তিনি বলেছেন, ‘সোহান ভালো প্লেয়ার, সুযোগ আছে তার। তবে লিটন ক্যাপ্টেন তাই তাকে দলে নিতে হয়েছে। সোহান এখানে না খেললেও জিএসএল খেলবে। সামনে আমাদের আরও সিরিজ আছে, সোহান আমাদের মাথায় আছে।’
তবে এমন ব্যাখ্যায় মন ভরেনি সোহানের। কারণ বাংলাদেশের ‘এ’ দলে বেশ অনেকদিন ধরেই নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে দল জায়গা না পেয়ে হতাশ হয়েছেন সোহান।
মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমকে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তো বা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।