ঢাকাThursday , 26 December 2024
  1. online casino
  2. philippines online casino
  3. slovenian online casino
  4. world cup cricket t20
  5. অলিম্পিক এসোসিয়েশন
  6. অ্যাথলেটিক
  7. আইপিএল
  8. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  9. আন্তর্জাতিক
  10. আরচারি
  11. এশিয়া কাপ
  12. এশিয়ান গেমস
  13. এসএ গেমস
  14. কমন ওয়েলথ গেমস
  15. কাবাডি

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

Sahab Uddin
December 26, 2024 10:14 pm
Link Copied!

রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিসিবি পরিচালকের দায়িত্ব ছেড়েছেন খালেদ মাহমুদ সুজন। এরপর থেকে তিনি পুরোপুরি কোচ হিসেবেই কাজ করছেন। আসন্ন বিপিএলেও রয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে। এর আগে সুজন অনেকবারই জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখনও সে আশায় আছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সুজন গণমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্ট (বিসিবি সভাপতি ফারুক আহমেদ) স্যারকে আমি নিজেই বলে এসেছিলাম– আমি যেহেতু কোচিং করাই, তাদের যদি সামর্থ্যবান মনে হয়, তাহলে দায়িত্ব দেওয়া হলে আমি জাতীয় দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এখন জানি না কী অবস্থা। কারণ দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো ওই মেধাটা নেই যে কাজ করতে পারব কি না। এটাই সবচেয়ে বড় কথা। তবে হ্যাঁ, যেহেতু আমার পেশা কোচিং, যদি সেরকম সুযোগ থাকে, আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে আগ্রহী।’

দেশি ও বিদেশি কোচদের আলাদা করে দেখেন না সুজন, ‘কোচিংয়ের ভাষা সবখানেই এক। ওরা বিদেশি ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি। পার্থক্য শুধু এটুকুই। শচীন টেন্ডুলকার অথবা ডব্লিউ জি গ্রেসের ক্ষেত্রে স্কয়ার কাট কি আলাদা? একই টেকনিকের খেলা। তাই এটা কোন সমস্যা নয়। আমাদের সমস্যা হলো, যেটা অনেক আগে থেকেই আমি বলছি, আমি যখন বিসিবিতে চাকরি করতাম, তখনকার সভাপতিকেও আমি বলেছিলাম, আপনি আসলে রঙের ব্যবধানটা কমান। চামড়ার ব্যবধানটা কমান।’

কোচ সালাউদ্দিনের নিয়োগ অন্যান্য কোচদের জন্যও ইতিবাচক বলে মনে করেন সুজন, ‘সাদা চামড়া হলেই ভালো কোচ হতে হবে, বিদেশি ভাষায় কথা বলে দেখে। হয়তো হতে পারে। কিন্তু আজকে সালাউদ্দিনসহ বাংলাদেশে অনেক কোচ আছে যারা অভিজ্ঞ। আমি বিশ্বাস করি, সালাউদ্দিনকে দিয়ে শুরু হয়েছে এটা ভালো একটা দিক। সালাউদ্দিন কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমি মনে করি, দীর্ঘ মেয়াদে কাজ করতে পারলে আরও বেশি প্রভাব রাখতে পারবে এবং আরও বেশি বাংলাদেশি কোচকে জাতীয় দলের সঙ্গে কাজ করতে দেখতে পাব। ফাস্ট বোলিং, ফিল্ডিংয়েও আমাদের অনেক কোচ তৈরি হয়ে গেছে। তাদের ব্যাপারেও ভাবতে পারে বিসিবি। আমি বিশ্বাস করি না যে, একটা ফিল্ডিং কোচও আমাদের বাইরে থেকে আনতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।