এক ম্যাচ হাতে রেখেই জাতীয় লিগের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ। পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৩৭ পয়েন্ট নিয়ে টায়ার ওয়ানের শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর পয়েন্ট ১৪। নিরপেক্ষ ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬৬ ও ১৫৪ রান করে ঢাকা বিভাগ। জবাবে সিলেট বিভাগ ২১১ ও ১৫৭ রানে অলআউট হয়।
গতকাল লড়াই জমিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি সিলেট। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু তিন আর অফস্পিনার শুভাগত হোম চার উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন। ঢাকার প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহিদুল ইসলাম অংকন হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটি ড্র হয়েছে। খুলনা বিভাগকে চার উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ আর রাজশাহী বিভাগের কাছে পাঁচ উইকেটে হেরেছে বরিশাল বিভাগ।
এবারের জাতীয় লিগ নানা কারণেই সেরা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়নি। ওয়ানডে বিশ্বকাপের কারণে মুশফিকুর রহিমদের মিস করেছে লিগ। এইচপি দল শ্রীলঙ্কা সফরে থাকায় মাহমুদুল হাসান জয়রা প্রথম চার রাউন্ড খেলতে পারেননি। এর পরও অভিজ্ঞ আর তরুণদের নিয়ে লিগ চলেছে আপন গতিতে। যেখানে ঢাকা বিভাগ ছিল দুর্বার। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে জয়ের ছন্দে ছিল তারা।
পঞ্চম রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে অংকনের ১০৬ ও সুমন খানের ৪৬ রানে শোভন স্কোর পায় ঢাকা। জবাবে শুভাগত হোম, নাজমুল অপু ও তাইবুর রহমানের তোপের মুখে ২১১ রানে গুটিয়ে যায় সিলেট। দ্বিতীয় ইনিংসে ঢাকাকে দেড়শ রানে বেঁধে ফেলতে পারলেও নিজেরাও অলআউট হয় দেড়শ প্লাস রানে। ঢাকার চ্যাম্পিয়নের দিনে প্রশ্ন উঠেছে আম্পায়ারিংয়ের মান নিয়ে। খুলনা বিভাগের প্রধান কোচ সৈয়দ রাসেল আপত্তি তুলেছেন চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।