সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে ইংল্যান্ডকে। শুধু জিতলেই হবে না, রানরেটও বাড়িয়ে নিতে হবে ইংলিশদের। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১৫ রানে অলআউট করে দিয়েছে ইংল্যান্ড। ১৯তম ওভারে হ্যাটট্রিক করেছেন ক্রিস জর্ডান। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। অর্থাৎ জিততে হলে জস বাটলারের দলকে করতে হবে ১১৬ রান।
রোববার বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। রিসি টপলির বলে ফিল সল্টের হাতে ক্যাচ হন আন্দ্রিয়াস গাউস ( ৫ বলে ৮)। এরপর ২৭ বলে ৩৪ রানের ধীরগতির জুটি করেন নিতিশ কুমার ও স্টিভেন টেইলর। স্যাম কারেনের বলে মঈন আলির হাতে ক্যাচ হয়ে ১২ রানে (১৩ বলে) থেমে যান টেইলর।
আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে অধিনায়ক অ্যারন জোনস করেন ১৬ বলে ১০ রান। ব্যাট টু ব্যাট বোলিংয়ে এসে পিচে সেট হওয়া ব্যাটার নিতিশকেও (২৪ বলে ৩০) বোল্ড করেন রশিদ।
কোরি অ্যান্ডারসন করেন ২৮ বলে ২৯ রান। হ্যারি ব্রুকের হাতে ক্যাচ হয়ে ক্রিস জর্ডানের প্রথম শিকার হন তিনি। হারমিত সিং করেন ১৭ বলে ২১ রান। ১৯তম ওভার হ্যাটট্রিক করেন জর্ডান। নিচের দিকে ৩ ব্যাটার ফেরত যান ০ রানে। আর একজন অপরাজিত থাকলেও রানের খাতা খুলতে পারেননি। ফলে ১১৫ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।
ক্রিস জর্ডান ১০ রান খরচ করে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন আদিল রশিদ ও স্যাম কারেন। ১টি করে উইকেট পান লিয়াম লিভিংস্টোন ও রিসি টপলি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।