জয় দিয়েই মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করলো লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ২-০ গোলে হারিয়েছে তারা রিয়াল সল্টলেককে।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, বল পজিশনে এগিয়ে থাকলেও টার্গেটে মায়ামির চেয়ে বেশিবার শট নিয়েছিলো রিয়াল সল্টলেক। কিন্তু সফল হয়নি তারা। খেলার ৩৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন রবার্ট টেলর। বিরতি থেকে ফিরে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে মায়ামি।
অবশেষে খেলার ৮৩ মিনিটে দিয়েগো গোমেজ দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। এই ম্যাচে মেসি-সুয়ারেজরা খেললেও গোলের দেখা পাননি। ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় নিজেদের দ্বিতীয় ইন্টার মায়ামি লড়বে এলএ গ্যালাক্সির বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।