রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের গন্ধ ইতিমধ্যে পেয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে করেছে ৪২ রান। দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার সেই স্বাদ পুরোপুরি নিতে তাদের দরকার আর ১৪৩ রান। হাতে আছে সবকটি উইকেট।
তবে চতুর্থ দিনের শেষ সেশনে আলো স্বল্পতার জন্য কয়েক ওভার বাকি থাকতেই খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। এসময় মাঠে সবগুলো ফ্লাডলাইটও জ্বলতে দেখা যায়।
প্রথম টেস্ট জয়ে বড় অবদান ছিল স্পিনারদের। এবার দ্বিতীয় টেস্টেও বড় অবদান রেখেছেন বোলাররা। তবে চিত্রনাট্যে একটু পরিবর্তন হয়েছে, স্পিনারদের জায়গায় এবার নাম লেখা হয়েছে পেসারদের।
রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে মূলত বাংলাদেশি পেসারদের গতির সমানে দুর্গতি নেমে আসে পাকিস্তানের। এই টেস্টে প্রথম বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তবে কম যান নাই আরেক পেসার নাহিদ রানা। তার গতিতেও নাস্তানাবুদ হয়েছে পাক শিবির।
দ্বিতীয় ইনিংসে ওপেনার জাকির হোসেন ৩১ ও সাদ্দাম হোসেন ৯ রানে অপরাজিত আছেন। তবে এদিন খানিকটা চড়া মেজাজে দেখা গেছে জাকিরকে। ২৩ বলের মধ্যে হাঁকিয়েছেন দুইটি ছক্কা ও দুটি বাউন্ডারি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।