ঢাকাMonday , 18 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়ের সন্ধানে নতুন ভেন্যুর উদ্দেশ্যে টাইগাররা

Sahab Uddin
December 18, 2023 4:50 pm
Link Copied!

নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে এখনও প্রথম জয়ের সন্ধানে বাংলাদেশ দল। প্রায় নিয়মিতই কিউইদের ডেরায় সিরিজ খেলতে গেলেও খুব বেশি উন্নতি করতে পারেনি টাইগাররা। গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় পেলেও সাদা বলের সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এবার অবস্থা পরিবর্তনের অঙ্গীকার করে দেশ ছাড়লেও নাজমুল হোসেন শান্তর দল প্রথম ম্যাচেই হেরে গেছে।
রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। হতাশাজনক পারফরম্যান্সের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য নেপিয়ারের উদেশ্যে যাত্রা করেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড খেলাচ্ছে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়। বাংলাদেশ দলেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ না থাকলেও যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন দলই পাঠানো হয়েছে। তাই এবার ভালো লড়াই হবে বলেই আশা করা হচ্ছিল। কিন্তু হার দিয়েই মিশন শুরু হলো টাইগারদের।

দ্বিতীয় ম্যাচের আগে ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। নেপিয়ারে বুধবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে খেলা নেমে এসেছিল ৩০ ওভারে। শুরুতেই ২ উইকেট হারালেও উইল ইয়ংয়ের সেঞ্চুরি ও অধিনায়ক টম লাথামের ঝোড়ো ৯২ রানের ইনিংসে ভর করে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে টাইগারদের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের।

জবাব দিতে নেমে পরিকল্পনাহীন ব্যাটিংয়ে ভালো জুটি গড়ার অভাবেই সহজে হেরে বসে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ৪৩ রানের ইনিংস খেলেন দলে ফেরা এনামুল হক জুনিয়র। এছাড়া আফিফ ৩৮ ও তাওহীদ হৃদয় ৩৩ রান করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।