ঢাকাSunday , 5 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জন্মদিনে সেঞ্চুরি করে মাইলফলক ছুঁলেন কোহলি

Sahab Uddin
November 5, 2023 7:00 pm
Link Copied!

৩৫তম জন্মদিনে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছেন আরও একটি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট।

এতদিন ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। আজ বিশ্বকাপের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনের রেকর্ডে ভাগ বসান কোহলি।

শচীন ওয়ানডেতে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। তার চেয়ে ১৭৪ ম্যাচ কম খেলে মাত্র ২৮৯ ওয়ানডেতেই ৪৯টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি।

ক্রিকেট ইতিহাসে শচীন টেন্ডুলকারই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৭৮২ ইনিংসে ব্যাট করে ১০০টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন।

বিরাট কোহলি ইতোমধ্যে ৫৭১ ইনিংসে ব্যাট করে ৭৯টি সেঞ্চুরি করেছেন। শচীনকে ছুতে হলে তাকে আরও ২১টি সেঞ্চুরি করতে হবে। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, একমাত্র বিরাট কোহলির পক্ষেই সম্ভব শচীনের রেকর্ড ভাঙা।

কোহলি ১৯৮৮ সালের আজকের এই দিনে পশ্চিম দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ক্রিমিনাল ল’ইয়ার ও মা গৃহিণী। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির। অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।