ঢাকাSunday , 8 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছেলে ও দুই বোন প্রথমবার হাঙ্গেরি অলিম্পিয়াডে যাচ্ছেন

Sahab Uddin
September 8, 2024 10:35 pm
Link Copied!

দুই মাস হলো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। আজ বেঁচে থাকলে হয়তো ছেলে তাহসিন তাজওয়ারের সঙ্গে তিনিও হাঙ্গেরির দাবা অলিম্পিয়াডে যেতে পারতেন। বাবাকে ছাড়া তাহসিন প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছেন। তেমনই এবারই প্রথম দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ অলিম্পিয়াডে খেলছেন।

রাজধানী বুদাপেস্টে ১১ সেপ্টেম্বর থেকে দাবা অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে। সোমবার বাংলাদেশ দল ঢাকা ছাড়ছে। তার আগে আজ ফেডারেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবাড়ু ও কর্মকর্তারা নানান দিক তুলে ধরেছেন।

বাংলাদেশের নারী দাবায় দুই পরিচিতি মুখ ওয়ালিজা ও ওয়াদিফা। শেষ দুই অলিম্পিয়াডে বড় বোন ওয়ালিজা বাংলাদেশ দলে ছিলেন। তবে করোনা ও পরীক্ষার কারণে খেলা হয়নি। এবার ছোট বোনসহ অলিম্পিয়াডে প্রথমবার যাচ্ছেন। তাই উচ্ছ্বাসটা একটু বেশি, ‘২০২০ সালে করোনার জন্য অলিম্পিয়াড হয়নি। ২০২২ সালে পরীক্ষার জন্য খেলতে পারিনি। এবার যখন অলিম্পিয়াড নিশ্চিত হলো তখনও কিছুটা অনিশ্চয়তা ভর করছিল। দেশের এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত খেলতে যেতে পারবো কিনা। তবে শঙ্কা কাটিয়ে আগামীকাল যাচ্ছি। সঙ্গে বোনও আছে। এটা বিশেষ ভালো লাগা।’

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ওপেন ও মহিলা দুই বিভাগে অংশ নিচ্ছে। দুই বিভাগেই জাতীয় দাবায় শীর্ষ পাঁচ দাবাড়ুই জায়গা পেয়েছেন। ছোট বোন ওয়াদিফা মহিলা দাবায় তৃতীয় হওয়ায় অলিম্পিয়াড নিশ্চিত ছিল। পঞ্চম স্থানের জন্য ওয়ালিজাকে রাণী হামিদের সঙ্গে প্লে-অফ খেলতে হয়েছে। ওয়ালিজা সেই প্লে-অফ জিতে যাচ্ছেন। ওয়াদিফা উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আপু যখন জিতল তখন আমি খুশিতে লাফিয়েছি। দুই বোন এক সঙ্গে অলিম্পিয়াড খেলবো, এর চেয়ে আনন্দ আর হয় না।’

দুই বোন তাদের ইতালি প্রবাসী সাবেক দাবাড়ু বাবা মইনউদ্দিনকে দেখেই অনুপ্রাণিত হয়ে খেলছেন। হাতেখড়িও বাবার হাত ধরে। ওয়াদিফা নবম শ্রেণির ছাত্রী আর ওয়ালিজা ভিকারুন্নিসায় উচ্চ মাধ্যমিকে পড়ছেন। দুই বোনই দাবায় খেলে যাওয়ার পেছনে মায়ের কথাও উল্লেখ করেছেন, ‘আমার বাবা ইতালি থাকেন। তিনি চান আমরা দাবা খেলি। তবে মায়ের আগ্রহ ও সহযোগিতাই বেশি। মা আমাদের ফেডারেশনে নিয়ে আসতেন। দাবার জন্য অনুপ্রাণিত করে আসছেন।’

দুই বোনের উচ্ছ্বাসের পাশাপাশি ফেডারেশন কক্ষে একধরণের শূন্যতাও আছে। দাবা অলিম্পিয়াডে সবচেয়ে বেশিবার অংশগ্রহণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দুই মাস আগে এই দাবা কক্ষেই শেষ নিঃশ্বাস ছেড়েছেন। বাবাকে ছাড়া খেলতে যাওয়া তাহসিনের কণ্ঠে তাই আক্ষেপের সুর, ‘বাবা নেই এখনও মানতে পারছি না। বাবার খুব ইচ্ছে ছিল আমি যেন অলিম্পিয়াডে যেতে পারি। আমি ঠিকই যাচ্ছি, কিন্তু বাবা নেই। তাই আমি চেষ্টা করবো হাঙ্গেরিতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালো খেলতে।’

দাবা অলিম্পিয়াডে ভালো করার প্রত্যয় সবার মাঝে। অলিম্পিয়াড শেষে মনন রেজা নীড়, ফাহাদ রহমান, তাহসিন, ওয়াদিফা ও ওয়ালিজা বুদাপেস্টেই আরও দুটি টুর্নামেন্ট খেলবেন। ওই টুর্নামেন্টগুলোতে নর্মের প্রত্যাশা রয়েছে তাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।