সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে যিনি নিজেই একটি ব্র্যান্ড। তাকে চেনাতে দরকার পড়ে না কোনো বিশেষণের। তবে বাংলাদেশের এই তারকা গত ছয় বছর ধরে টেস্ট ম্যাচে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়ছেন।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এদিন সবশেষ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সাকিবকে।
বাংলাদেশের অধিনায়ক ৯৪ বলে ১৪টি চার হাঁকিয়ে আউট হন ৮৭ রানে। মাত্র ১৩ রানের আক্ষেপ করছেন সাকিব ভক্তরাও। তবে সাকিবের এ আক্ষেপ শুধু আজকের নয়। গত ছয় বছর টেস্ট ম্যাচে এবং চার বছর কোনো আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। আর ওই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপরে কেটেছে ছয় বছর। যেখানে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে অন্তত তিনবার আক্ষেপ করতে হয়েছে তাকে।
বাংলাদেশের পোস্টার বয় সাকিব ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ৮০ রান। পরের বছরে ওয়েস্টইন্ডিজের বিপক্ষেও একই রানে আউট হন। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ৮৪ রান করে আউট হন। তাতে একের পর এক আক্ষেপে কেটেছে আরেকটি টেস্ট সেঞ্চুরি ছোঁয়ার।
এছাড়া ২০১৯ সালের পরে আর কোনো আন্তর্জাতিক সেঞ্চুরি পাননি সাকিব আল হাসান। সে বছরে পরপর দুই ম্যাচে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি পান তিনি। একটি ছিল ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান এবং অন্যটি ১৭ জুন ওয়েস্টইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান।
২০২১ সালের ১৮ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দলের জয়ের কারণে সাকিব অপরাজিত থেকে যান ৯৬ রানে। সেদিনও ওয়ানডে সেঞ্চুরির আক্ষেপ করেন সাকিব ভক্তরা। আর আয়ারল্যান্ড সিরিজে ক্যারিয়ারের ১৫তম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য দুইবার আক্ষেপ করতে হলো সাকিব আল হাসান এবং তার ভক্তদের। ওয়ানডেতে ৯৩ রান এবং টেস্টে ৮৭ রান করা সাকিবের অধরা রইলো আরেকটি সেঞ্চুরি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।