ঢাকাWednesday , 15 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছন্দে ফিরতে মরিয়া লিটন-সৌম্য

Sahab Uddin
May 15, 2024 5:22 pm
Link Copied!

বিশ্বকাপ দল ঘোষণার দিন মিরপুরে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে বিশেষ সেশন করেন সাকিব। আর সৌম্য টিপস নিয়েছেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। নেট বোলারের বিপরীতে ব্যাটিং করেছেন লিটন। ছিলেন এবাদতও।
ধীরে ধীরে ইনজুরি থেকে সেরে উঠছেন টাইগার পেসার এবাদত। পূর্ণ রিদমে না হলেও শুরু করেছেন বোলিং। লিটনের সঙ্গে তার রসায়নটাও জমে উঠেছিলো বেশ। মাঝে এলকেডির কাছ থেকে মিলেছে ফ্রিতে ব্যাটিং টিপসও।

এদিকে যখন মিরপুরে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, তখন মনোযোগের পুরোটাই ব্যাটিং অনুশীলনে দিয়েছেন লিটন দাস। চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে ১৩.১৬ গড়ে একশর নিচে স্ট্রাইকরেটে মাত্র ৭৯ রান এসেছে লিটনের ব্যাট থেকে। যার কারণে অনুশীলনে দীর্ঘ সময়ে ব্যাটিং করেই কাটিয়েছেন তিনি।

তবে তারও আগে মিরপুরের সেন্টার উইকেটে সকাল সকাল সাকিবের ব্যাটিং ঝড়। টাইগার অলরাউন্ডারের ব্যাটে ফিফটি নেই বহুদিন ধরে। তার ওপর ভালো যায়নি জিম্বাবুয়ে সিরিজটাও। তাইতো নাজমূল আবেদীন ফাহিমের ক্লাসে নিবিড় দীক্ষা। এর আগেও যখন ব্যাডপ্যাচে ছিলেন শরণাপন্ন হয়েছিলেন শৈশবের শিক্ষা গুরুর। সবশেষ বিশ্বকাপে ভারত থেকে তার অধীনে অনুশীলন করতে বিশ্বকাপ চলাকালীনই চলে এসেছিলেন ঢাকায়।

সাকিবও কোন পেশাদার বোলার নয় অনুশীলন করেছেন থ্রোয়ারের বিপরীতেই। মাঝে শ্যাডো করে বুঝতে চাইলেন নিজের ভুলত্রুটি। অনুশীলন করে মাঠ ছাড়লেন একই সঙ্গে।

এদিকে লিটনের অনুশীলন যখন শেষদিকে তখন ২২ গজে সৌম্যের প্রবেশ। তার কোচের ভূমিকায় খালেদ মাহমুদ সুজন। থ্রোয়ারের পাশাপাশি সৌম্য অবশ্য ব্যাট করেছেন নেট বোলারের বিপরীতে আলাদা করে বললে। হাঁকিয়েছেন বড়বড় ছয়। টপ অর্ডারে তার অফফর্ম টাইগারদের জন্য দুশ্চিন্তা আর ভয়।

সবমিলিয়ে বুধবারের (১৫ মে) শেষ অনুশীলনের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া এই তিন ব্যাটসম্যানের। যাদের ওপর গুরুদায়িত্ব থাকবে টাইগারদের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।