প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টানা পঞ্চমবার ট্রফি নিয়ে করেছে উৎসবও। এই রেশ না কাটতেই আজ শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আগের ম্যাচে পুলিশ তাদের রুখে দেয়।
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার এই ড্রয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট অস্কার ব্রুসনের দলের। রহমতগঞ্জ ১৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে। তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়নের ১৬ ম্যাচে পয়েন্ট ৭।
রবিনিয়ো, দোরিয়েলতন ও রাকিব হোসেনের মতো নির্ভরযোগ্যদের ছাড়া শুরুর একাদশ সাজান ব্রুজন। আক্রমণভাগে এই তিন জনের অনুপস্থিতি শুরু থেকে অনুভূত হয় ।
বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকে কিংস পরীক্ষা নিতে পারছিল না রহমতগঞ্জ গোলকিপারের।
প্রথমার্ধে রহমতগঞ্জ ভালো সুযোগ পায়। স্যামুয়েল কোনির ব্যাক হিলে ইসকান্দার সিদ্দিকজনোভের দূরের পোস্টে বাড়ানো ক্রসে স্লাইডে টোকা দিয়েছিলেন আর্নেস্ট বোয়াটেং, কিন্তু বল প্রতিহত হয় পোস্টে লেগে।
৭০ মিনিটে কিংসের মিগেল দারুণ থ্রু বল বাড়িয়েছিলেন বক্সে। কিন্তু গতি বেশি থাকায় বলের নাগাল পাননি গফুররভ; সহজেই তালুতে জমান গোলকিপার মামুন আলিফ। একটু পর মজিবুর রহমান জনির শট যায় পোস্টের বেশ বাইরে।
৭৮ মিনিটে মিগেলের জোরালো নিচু শট ঝাঁপিয়ে ফেরান গোলকিপার। তবে শেষ পর্যন্ত কোনও দলই গোল পায়নি।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। পা ওমার বাবু দলকে এগিয়ে নেওয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেরি রিশিন। দ্বিতীয়ার্ধে পুলিশকে ব্যবধান কমানো একমাত্র গোলটি এনে দেন মাতেও পালাসিওস।
১৭ ম্যাচে ফর্টিসের পয়েন্ট ১৯, পুলিশের ২৪।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।