শুরু হয়ে গেল বাংলাদেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। যেখানে সাতটি দল নিজেদের পরিকল্পনা নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে লড়াইয়ে অংশ নিয়েছে। এবার ফরচুন বরিশালও তেমন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিপিএলের তৃতীয় ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান হলেও লড়াইটা যেন সাকিব-তামিমের। বড় এই ম্যাচের আগের দিন বরিশালের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
টুর্নামেন্টের বিষয়ে মিরাজ বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলে ভালো করতে পারলে সেখানে সুযোগ তৈরি হবে। ফলে সবার দিকে না তাকিয়ে আমাদের নিজেদের পারফর্ম করতে হবে। আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সেই কাজটা করতে পারলে খুব সহজেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’
দলের পরিকল্পনা নিয়ে অলরাউন্ডার মিরাজ বলেন, ‘বিপিএল যেহেতু আমাদের দেশি খেলা। এখানে দেশিদের ভালো করতে হবে। বিদেশিদের ওপর নির্ভর করলে হবে না। তারা (বিদেশি) আসবে-যাবে। কিন্তু দিনশেষে আমাদেরই পারফর্ম করে যেতে হবে।’
বড় এই ম্যাচের আগে সকলের নজর রয়েছে সাকিব-তামিমের দিকে। দুজনেই ম্যাচের আগের দিনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। মিরাজের সংবাদ সম্মেলনে তাদের প্রসঙ্গে এসেছে স্বাভাবিকভাবেই।
সাকিব-তামিম সম্পর্কে মিরাজ বলেন, ‘খেলায় যখন থাকেন, তখন সেটি প্রতিপক্ষ। আবার খেলার বাইরে আমরা সকলেই সমান। যখন এক দলে খেলি তখন দলীয় মানসিকতাই থাকে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।