ঢাকাSunday , 19 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘চেষ্টা করবো জাতীয় দলের জায়গাটা ফেরত পাওয়ার’

Sahab Uddin
May 19, 2024 9:32 pm
Link Copied!

আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পারফরম্যান্স করে জাতীয় দলের জায়গাটা পুনরায় ফেরত পেতে চান সোহান।
বাংলাদেশের জার্সিতে ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন সোহান। তবে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। বেশির ভাগ সময়ই থেকেছেন দলে আসা-যাওয়ার ভেতর।

রোববার (১৯ মে) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সোহান। যখনই সুযোগ পান সেটি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করে বলে জানান তিনি। সোহান বলেন, ‘মানুষ মাত্রই ভুল। শুধু যে আমার ভুলের জন্য সবকিছু হবে এরকমও না। দলের সমন্বয় নির্ভর করে, অনেক পরিস্থিতি থাকে, ধৈর্য রাখাটা গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে নিজেকে ওভাবে তৈরি রাখি যেন সুযোগ পেলেই কাজে লাগাতে পারি।’

জাতীয় দলে আবারও ফেরা প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা। খুব খারাপ লাগে যখন দলের বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করব জায়গাটা ফেরত পাওয়ার। ক্রিকেটটা খেলছি জাতীয় দলে খেলার জন্যই যেটা বললাম গর্বের বিষয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।